কথিত আছে একজনের মানুষের মতো দেখতে আরও ছয়জন মানুষ এই পৃথিবীতে আছে। এই ব্যাপরাটা যে শুধুই লোকমুখে প্রচারিত তাই নয় এর কিছু বিশেষ কারণও আছে। এরকমই বলিউডেও (Bollywood) কিছু তারকা রয়েছে যাদের একবার দেখলে আপনিও চিনতে ভুল করবেন। দুজন মানুষের চেহারার মধ্যে এতোটা মিল দেখলে তো যে কেউই ধাক্কা খাবেই। চলুন দেখে নিই কোন কোন ডিভার নাম রয়েছে এই তালিকায়।
ঐশ্বরিয়া রাই বচ্চন এবং স্নেহা উল্লাল : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয় ও সৌন্দর্য শুধু বলিউডে নয়, সারা বিশ্বে সমাদৃত। স্নেহা উল্লালকেও হুবহু তারই মতো দেখতে। দেখতে ঐশ্বরিয়ার মতো হলেও বলিউডে বেশিদিন টিকতে পারেননি স্নেহা। জানিয়ে রাখি, ঐশ্বরিয়ার সাথে ব্রেক আপের পরে, স্নেহাকে বলিউডের দাবাং খান অর্থাৎ সালমান খান তার ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবিতে লঞ্চ করেছিলেন। তবে স্নেহা বলিউডে তার অভিনয় দক্ষতা দেখাতে না পেরে উধাও হয়ে যান।
শ্রীদেবী এবং দিব্যা ভারতী : প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সলবা সাওয়ান’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। অপরদিকে প্রয়াত নায়িকা দিব্যা ভারতী ১৯৯২ সালে ‘বিশ্বত্মা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। দুই তারকার বিভিন্ন সময়ে অভিষেক হলেও আজও মানুষ দুই নায়িকার চেহারা দেখে বিভ্রান্ত হয়।
সোনাক্ষী সিনহা এবং রীনা রায় : একসঙ্গে এই দুই অভিনেত্রীর ছবি দেখলে আপনারও মাথা খারাপ হয়ে যাবে। আসলে, রীনা রায় নব্বইয়ের দশকের নায়িকা এবং তিনি সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহার সাথেও অভিনয় করেছেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, রীনা এবং শত্রুঘ্নের মধ্যে প্রায় ৭ বছরের সম্পর্ক ছিলো। আর এই কারণেই নেটদুনিয়ায় এটাও ছড়িয়ে পড়েছিলো যে, সোনাক্ষী আসলে রীনারই মেয়ে। যদিও এটা নিছক গুজব ছাড়া আর কিছু নয়।
জারিন খান এবং ক্যাটরিনা কাইফ : বলি ডিভা ক্যাটরিনা এবং জারিন দুইজনকে বলিউডে লঞ্চ করেছিলেন বলিউডের দাবাং খান অর্থাৎ সালমান খান। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বুম’ সিনেমার হাত ধরে ক্যাটরিনার আত্মপ্রকাশ অপরদিকে জারিন তার ফিল্ম কেরিয়ার শুরু করেছিলো সালমানের সুপারহিট ছবি ‘বীর’এর মাধ্যমে। ক্যাটরিনার লুকলাইকে বলিউডে বেশ জনপ্রিয়তা পেলেও ক্যাটরিনার মতো সফল হতে পারেননি।
ফারহিন এবং মাধুরী দীক্ষিত : ফারহিন এবং মাধুরী দীক্ষিত উভয়ের চেহারায় এতোটাই মিল এবং আপনি কে ফারহিন আর কে মাধুরী দীক্ষিত দেখে চিনতে পারবেননা। গোপনে বিয়ে করে বলিউডকে বিদায় জানান ফারহিন। যদিও মাধুরী এখনও ছোট পর্দায় বেশ সক্রিয়।