সাধ্যের মধ্যে ভালো ফিচার আছে এমন বাইকের তালিকায় পালসারের নাম ওপরের দিকেই থাকে। আর তাই বাজাজের তৈরি পালসার সিরিজের বাইকগুলো নিয়ে উন্মাদনা থাকে সবসময়ই। এবার বাজাজ পালসার তাদের ভক্তদের জন্য নিয়ে আসল সুখবর। খুব দ্রুতই বাজারে আসছে ৪০০ সিসির ইঞ্জিনের শক্তিশালী পালসার বাইক।
জানা গিয়েছে, খুব দ্রুতই ৪০০ সিসি ইঞ্জিনের নতুন বাজাজ পালসার লঞ্চ হবে। জেনে নিন কী কী বৈশিষ্ট্য থাকতে পারে।
নতুন পালসার-
বাজাজ পালসার সিরিজে এবার এন্ট্রি নিতে চলেছে নতুন মোটরসাইকেল বাজাজ পালসার এনএস ৪০০। যা নিয়ে বিগত দিনে অনেক আলোচনা হয়েছে। যদিও এই আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন কোম্পানির সিইও রাজীব বাজাজ নিজেই। গত বছর তিনি ঘোষণা করেছিলেন, নতুন সিএনজি বাইক এবং ৪০০ সিসির পালসার আনার পরিকল্পনা করছে বাজাজ।
অতএব, বাইকটি যে লঞ্চ হবে তা অবশ্য স্পষ্ট, শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। তবে কোন তারিখে লঞ্চ হবে তা নিয়ে চলছে আলোচনা।
সম্প্রতি সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, মার্চে লঞ্চ হতে পারে বাজাজ পালসার এনএস ৪০০। এপ্রিল থেকে শুরু হতে পারে ডেলিভারি। কিন্তু মোটরসাইকেলটির দাম কেমন হবে তা এখনই সঠিক জানা যায়নি। ভারতে এই বাইকের সম্ভাব্য দাম হতে পারে ২ লাখ রুপি।
মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো চিপ স্থাপন করল মাস্কের নিউরালিংক
অর্থাৎ যারা আগামী কয়েক দিনের মধ্যে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন তারা এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতেই পারেন।