চলমান বিপিএলের সিলেট পর্বের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ২৮ রানে হেরেছে রংপুর রাইডার্স। এই ম্যাচে দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে মিডল অর্ডার ও টপ অর্ডারে ব্যাট করা সাকিব আল হাসানাকে দেখা গেছে আট নম্বরে ব্যাট করতে। ম্যাচ শেষে সাকিবের আটে ব্যাট করার কারণ ব্যাখ্যা করেছেন রংপুরের হেড কোচ সোহেল ইসলাম।
শুক্রবার (২৬ জানুয়ারি) টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে আন্ত্রমণ জানায় রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে নেমে সাকিব-সোহানদের ১৬১ রানের লক্ষ্য দেয় বিজয়ের দল। জবাবে দিতে নেমে শুরুতে খুলনার বোলিং তোপে পড়ে রনি-বাবররা। শেষ পর্যন্ত ১৩২ রানে অলআউট হয় রংপুর। এদিন আট নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রান করে সাজঘরে ফিরেছেন।
সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে রংপুরের কোচ বলেন, সাকিবের চোখে একটু সমস্যা আছে আপনারা সকলেই জানেন। এ কারণে কিছুদিন সে দলের সঙ্গে ছিলেন না (চিকিৎসা নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন)। এ অবস্থায় বোলিংটা করা যায়। কিন্তু ব্যাটিং করার জন্য কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু সে ওই প্রস্তুতিটা নিতে পারেনি, সেহেতু তাকে পরে নামানো হয়েছে।
তিনি আরও বলেন, কিভাবে দ্রুত ভালো একটা অবস্থানে আসা যায়, সেই চেষ্টাই করছে সাকিব। কয়েকটা ম্যাচ সময় দিলে, আশা করি সে নিজের জায়গাতে ফিরে আসতে পারবে। এরপরে তাকে ভালোভাবে আমরা ব্যবহার করতে পারব।
ভারত বিশ্বকাপ থেকে সাকিব বাম চোখের সমস্যায় ভুগছেন। বিপিএলের আগে লন্ডনে ও বিপিএল ছেড়ে সিঙ্গপুর গিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন তিনি। বুধবার (২৪ জানুয়ারি) রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে সাকিব একদিন বিশ্রাম নিয়েছেন। পরে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট পৌঁছে দলের সঙ্গে যোগ দেন তিনি। এরপরে কোনো অনুশীলন ছাড়াই খুলনার বিপক্ষে মাঠে নামেন সাকিব।