দেড় বছর ধরে বিচার-কার্যক্রম চলার পর গত জানুয়ারিতে ধর্ষণের দায়ে নেপালের তারকা স্পিনার সন্দ্বীপ লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত। সেই ক্রিকেটারকে এবার নিষ্পাপ রায় দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে– লামিচানেকে বিশ্বকাপে খেলাতেই চাঞ্চল্যকর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এক প্রতিবেদনে তার মুক্তির তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।
এএফপি বলছে, জানুয়ারিতে রায় ঘোষণার পর এর বিরুদ্ধে আপিল করেছিলেন লামিচানে। সে আবেদন আমলে নিয়ে তারা কারাদণ্ড আজ (বুধবার) পাতান হাইকোর্ট বাতিল করেছেন। হাইকোর্টের মুখপাত্র বিমল পারাজুলি জানিয়েছেন, ‘হাইকোর্ট জেলা আদালতের রায় বাতিল করেছে। ফলে খালাস পেয়েছেন সন্দ্বীপ লামিচানে।’
উল্লেখ্য, ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে ২০২২ সালের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি লেগ স্পিনারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন ‘বজরাঙ্গি ভাইজান’-এর মুন্নি
গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত ২০২২ সালের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে লামিচানে উচ্চ আদালতে আপিল করেন। শেষ পর্যন্ত দোষীই সাব্যস্ত হন তিনি। এই অভিযোগে তাকে নিষিদ্ধ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। পরবর্তীতে জামিনে মুক্ত হলে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।