বিশ্বজুড়ে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছে মেটার হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়।
এবার ব্যবহারকারীদের সময় বাঁচাতে নতুন ফিচার এনেছে অ্যাপটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদন থেকে জানা গেছে, বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হলেও ব্যবহারকারীদের সময় বাঁচাতে নতুন ট্রান্সক্রিপ্ট ফিচার এনেছে অ্যাপটি। এর ফলে ব্যবহারকারীরা সহজেই অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। নতুন এই ফিচারের মাধ্যমে কোনো তথ্য না লিখে শুধু ভয়েস ম্যাসেজের মাধ্যমে টেক্সট আকারে অন্যের কাছে পাঠাতে পারবেন।
তবে এই ট্রান্সক্রাইব ফিচার কবে লঞ্চ হবে তা নিয়ে আলোচনা অনেকদিন ধরেই চলছিলো। অবশেষে অ্যান্ড্রয়েড ভার্সনে (2.24.7.8) ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের ট্রান্সক্রাইব ফিচার চালু হয়েছে। শিগগির আইওএস ব্যবহারকারীরা এই ফিচার পাবেন বলেই ধারণা করা হচ্ছে।