চলতি বছরের প্রথম আন্তর্জাতিক লড়াইয়ে নামছে স্পেন। প্রীতি ম্যাচ হলেও আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির সুযোগ হিসেবেই দেখছে স্প্যানিশরা।
দুই লাতিন আমেরিকান পরাশক্তি ব্রাজিল ও কলম্বিয়ার মোকাবিলা করবে স্প্যানিশরা। চলতি মাসে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচের জন্য প্রথমবারের মতো স্পেন জাতীয় দলে ডাক পেয়েছেন বার্সেলোনার তরুণ সেন্ট্রাল ডিফেন্ডার পাউ কুবারসি।
এই দুই ম্যাচে যদি স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তের অধীনে ১৭ বছর বয়সী কুবারসি খেলার সুযোগ পান, তবে সবচেয়ে কম বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে স্পেনের হয়ে খেলার রেকর্ড গড়বেন তিনি। এতে ১৮ বছর বয়সে অভিষিক্ত সার্জিও রামোসের রেকর্ডকে ছাড়িয়ে যাবেন তিনি।
এবারের মৌসুমে বার্সেলোনার প্রথম দলে নিয়মিত খেলোয়াড় হিসেবে মাঠ মাতাচ্ছেন কুবারসি। মঙ্গলবার নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগেও অভিষেক হয়েছে তার।
এদিকে প্রথমবারের মতো স্পেন দলে অ্যাথলেতিকো ক্লাবের হয়ে খেলা সেন্টারব্যাক ড্যানিয়েল ভিভিয়ানকেও ডাকা হয়েছে। একই সময়ে দীর্ঘ বিরতি শেষে দলে ফিরেছেন অ্যালেক্স বায়েনা, পাবলো সারাবিয়া ও জেরার্ড মোরেনো।
অন্যদিকে ইনজুরির কারণে দলে নেই বার্সার মিডফিল্ডার গাবি। বার্সেলোনার ১৬ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামালও আসন্ন দুই ম্যাচের দলে আছেন। স্পেনের হয়ে এরই মধ্যে ৪ ম্যাচে দুটি গোল করেছেন তিনি।
আগামী ২২ মার্চ লন্ডনে কলম্বিয়া ও চারদিন পর (২৬ মার্চ) মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেন প্রীতি ম্যাচে অংশ নেবে।
ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য স্পেন দল :
গোলরক্ষক : উনাই সিমোন, ডেভিড রায়া, অ্যালেক্স রেমিরো
ডিফেন্ডার : পেদ্রো পোরো, পাউ কুবারসি, লে নরম্যান্ড, লাপোর্তে, পাউ তোরেস, গায়া, গ্রিমালদো, ভিভিয়ান, কারভাহাল ও জেসুস নাভাস
মিডফিল্ডার : রদ্রিগো, জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফ্যাবিয়ান, সানচেট ও অ্যালেক্স বায়েনা
ফরোয়ার্ড : মোরাতা, জোসেলু, নিকো উইলিয়ামস, দানি অলমো, পাবলো সারাবিয়া, লামিনে ইয়ামাল, জেরার্ড মোরেনো ও ওয়ারজাবাল।