বাংলাদেশের বাজারে ভি সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ ভিডিওতে ভি৩০ ডিভাইসটি উন্মোচনের ঘোষণা দেয়া হয়। ভিডিওতে ভিভো ভি৩০ এর বিশেষ ফিচারগুলো তুলে ধরা হয়।
ভি৩০ সিরিজে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটিতে ১১৯০ ফিল্ড অফ ভিউতে ছবি তোলা যাবে। অর্থাৎ গ্রুপ ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারীরা ভালো সুবিধা্ পাবে বলে দাবি কোম্পানির। এছাড়া ব্যাক সাইডে রয়েছে আরো ৫০ মেগাপিক্সেল ভিসিএস (ভিভো ক্যামেরা-বায়োনিক স্পেট্রাম) ট্রু কালার মেইন ক্যামেরা। অভিনব এ প্রযুক্তিটি ফটোগ্রাফির কালার টোন স্বাভাবিক রাখে। ডিভাইসটির সামনেও ৫০ মেগাপিক্সেল অটো ফোকাস গ্রুপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছে ভিভো।
নাইট পোর্ট্রেট এবং হাই রেজুলেশনের ছবি তোলার জন্য বিশেষ ক্যামেরা ফিচার রয়েছে স্মার্টফোনটিতে। পাশাপাশি লাইভ ফটো, মাইক্রো মুভি, ডুয়েল ভিউ, প্যানো, ডকুমেন্ট, স্লো-মো, টাইম ল্যাপস, সুপারমুন, এস্ট্রো, প্রো, স্ন্যাপসট, ফুড ইত্যাদি বিশেষ ফিচারেও করা যাবে দারুণ ফটোগ্রাফি।
৬ দশমিক ৭৮ ইঞ্চির ১ দশমিক ৫ কে অ্যামোলেড থ্রি-ডি কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটিতে। যার রেজল্যুশন ২৮০০*১২৬০। প্রিমিয়াম কোয়ালিটির মাল্টি টাচ ক্যাপাসিটিভ ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সান লাইটে ব্যবহারের জন্য এতে রয়েছে সর্বোচ্চ ২ হাজার ৮০০ নিটস ব্রাইটনেস।
ভিভো ভি৩০ তে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। পাশাপাশি দ্রুত চার্জের জন্য দিয়েছে ৮০ ওয়াটের টাইপ সি ফ্ল্যাশ চার্জার। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি। অপর দিকে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে সর্বাধুনিক ফানটাচ ওএস ১৪। ১২ জিবি র্যাম থাকলেও এক্সটেন্ডেট প্রযুক্তির কারণে আরো ১২ জিবি পর্যন্ত র্যাম বাড়ানোর সুযোগ থাকছে। সাথে ২৫৬ জিবি রম কাজের গতি করবে সুপার স্মুথ। কালার চেঞ্জিং পিকক গ্রিন এবং নোবেল ব্ল্যাক দুটি কালার ভ্যারিয়েন্টসহ ভি৩০ এর দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা।