সাধারণ স্মার্টফোনকে ছাপিয়ে গেছে ফোল্ডেবেল স্মার্টফোন। এমনই দুটি দুরন্ত হ্যান্ডসেট Moto Razr 40 এবং Moto Razr 40 আলট্রা। দুই প্রিমিয়াম ডিভাসেই রয়েছে একগুচ্ছ ফিচার্স এবং স্পেসিফিকেশন। সম্প্রতি ফোন দুটির উপর 20,000 টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছে মটোরোলা। সুযোগ হাতছাড়া করলে পরে গিয়ে কপাল চাপড়াতে হবে। বিশদে অফার সম্পর্কে জেনে নিন।
এখন ফোল্ডেবেল স্মার্টফোনের যুগ। ঝাঁপিয়ে পড়েছে স্যামসাং এবং মটোরোলা। Samsung Galaxy Z Flip-কে টেক্কা দিতে বাজারে নেমে পড়েছে Motorola Razr 40 আলট্রা। যেই স্মার্টফোনের উপর 20,000 টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। Razr 40 এবং Razr 40 আল্ট্রা দুই ফোনের উপরই মিলবে ছাড়। তবে ছাড়ের পরিমাণ রয়েছে আলাদা।
ভারতে Moto Razr 40 লঞ্চ হয়েছে 59,999 টাকায়। এই ফোনে 10,000 টাকা ছাড় মিলবে। নতুন দাম 49,999 টাকা। অন্যদিকে Moto Razr 40 আল্ট্রা লঞ্চ হয়েছে 89,999 টাকায়। এর উপর 20,000 টাকা ছাড় মিলবে। নতুন দাম 69,999 টাকা। মেগা ইলেক্ট্রনিক ডেস – ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোনে 75% পর্যন্ত ছাড় 28 জানুয়ারি পর্যন্ত
সংস্থার ফ্ল্যাগশিপ স্মার্টফোন। 6.7 ইঞ্চি pOLED ডিসপ্লে এবং 165Hz রিফ্রেশ রেট রয়েছে। স্মার্টফোনের এক্সটার্নাল ডিসপ্লে অর্থাৎ ফোল্ড করার যে ডিসপ্লে দেখা যাবে সেটি হল 3.6 ইঞ্চি। মাল্টি টাস্কিং প্রসেসর রয়েছে ফোনে। Snapdragon 8+Gen 1।
আল্ট্রা মডেলে 8GB ও 12GB ব়্যামের বিকল্প রয়েছে। ইন্টার্নাল স্টোরেজ মিলবে 256GB এবং 512GB। কানেক্টিভিটির জন্য রয়েছে USB টাইপ-সি এবং 5G ও 4G LTE।
স্মার্টফোনে মিলবে ডুয়াল রিয়ার ক্যামেরা। 12 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। সামনে 32 মেগালিক্সেল সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম মিলবে অ্যান্ড্রয়েড 13 যা অ্যান্ড্রয়েড 14-তে আপডেট করা যাবে। । ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে 3,800mAh সঙ্গে 30W ফাস্ট চার্জিং।
এতেও রয়েছে 6.9 ইঞ্চি ডিসপ্লে এবং 144hz রিফ্রেস রেট। এক্সটার্নাল ডিসপ্লে রয়েছে 1.9 ইঞ্চি যেখানে কল এবং নোটিফিকেশন এলার্ট দেখা যাবে। এতে মিলবে Snapdragon 7 Gen 1 প্রসেসর।
এতে ব়্যাম পাওয়া যাবে 8GB, 12GB এবং ইন্টার্নাল স্টোরেজ 128GB ও 256GB। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 13 ভার্সন রয়েছে যা অ্যান্ড্রয়েড 14 ভার্সনে আপডেট করতে পারবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে এতেও 5G, 4G LTE এবং USB টাইপ-সি চার্জিং পোর্ট পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যার মধ্যে একটি 64 মেগাপিক্সেল, আরেকটি 13 মেগাপিক্সেল। ফ্রন্টে সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। ব্যাটারি ক্যাপাসিটি মিলবে 4,200mAh এবং 30W ফাস্ট চার্জিং।