দক্ষিণ আফ্রিকার কাছ বড় হারে বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কা। এমন হারের পেছনে আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে অভিযোগ করেছেন তারা। নিউ ইয়র্কের ম্যাচ শেষ করে ডালাসের বিমানে ওঠার আগে সূচি ও অব্যবস্থাপনা নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে লঙ্কান ম্যানেজমেন্ট।
বিশ্বকাপে শ্রীলঙ্কার গ্রুপ পর্বের চার ম্যাচ চারটি আলাদা ভেন্যুতে। লঙ্কানরা বাদে শুধু নেদারল্যান্ডসই ২০ দলের মধ্যে চারটি আলাদা ভেন্যুতে চারটি ম্যাচ খেলবে। সেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিউইয়র্কেই খেলবে তিনটি করে ম্যাচ। ওই দুই দল স্টেডিয়ামের কাছেই হোটেল পেয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কাকে নিউইয়র্কে উঠতে হয়েছিল মাঠ থেকে দেড় ঘণ্টার দূরত্বের এক হোটেলে। সকালে ম্যাচ হওয়ায় ব্রুকলিনের সেই হোটেল থেকে মাঠে যেতে-আসতে ভালোই ঝামেলায় পড়েছে হাসারাঙ্গার দল। যেটা মেনে নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহেশ থিকশানা সরাসরিই বলে দিয়েছেন, সূচি ও লজিস্টিকাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন তারা। এ ছাড়া দলটির ম্যানেজার মাহিন্দ হালানগোদা বলেছেন, আইসিসির কাছে এ নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছে শ্রীলঙ্কা দল।
থিকশানা বলেন, ‘আমাদের জন্য এটা অন্যায্য হয়ে গেছে। প্রতিটি ম্যাচের পরই আমাদের দৌড়াতে হবে। কারণ, চারটি ভিন্ন ভেন্যুতে খেলা পড়েছে আমাদের। এটা অন্যায়। মায়ামি থেকে ফ্লাইট ধরতে বিমানবন্দরে আট ঘণ্টার মতো অপেক্ষা করতে হলো। এটা অন্যায্য, তবে খেলায় এর প্রভাব পড়েনি।’
ম্যাচে মাত্র ৭৭ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ হেরেছে ৬ ছয় উইকেটে। হারের পেছনে অব্যবস্হাপনাকে দায়ী কি না এমন প্রশ্নে লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা অবশ্য কোনো ব্যাখ্যা দেননি।