আজ শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় এরই মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুিদ্দন। এরই অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নিতে আমন্ত্রণ পেয়েছেন আসাদুজ্জামান খান, আনিসুল হক, ডা. দীপু মনি, ও তাজুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আ ক ম মোজাম্মেল হক, ডা. হাছান মাহমুদ, ড. আব্দুর রাজ্জাক।
এর আগে, আজ বুধবার (১০ জানুয়ারি) চতুর্থবারের মতো ক্ষমতাসীন এই দলকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকেই টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নতুন এই মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন তা এখনও পরিষ্কার নয়।
সকালে সংসদে শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপরই জানা যায়, সংসদেরে নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সংসদীয় উপনেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
https://bangla-bnb.saturnwp.link/lamican-punishment/
এদিকে, সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সাথে চিফ হুইপ হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন। তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন। বুধবার দ্বাদশ জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচন করে।