এই সময়ে বাংলাদেশের অন্যতম ধারাবাহিক ব্যাটার কে? প্রশ্নের জবাবে সবার আগে উঠে আসবে নাজমুল হোসেন শান্তর নাম। বছরজুড়েই আস্থার প্রতিদান দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ওয়ানডে ক্রিকেটে ২০২৩ সালে বাংলাদেশের সেরা ব্যাটার শান্তই। দেশের হয়ে চলতি বছর সবচেয়ে বেশি রান করেছেন তিনি। তবু, রয়ে গেছে সামান্য আক্ষেপ। আর মাত্র আট রান করতে পারলে নাম লেখাতেন এক বছরে ওয়ানডেতে হাজার রান করা দ্বিতীয় বাংলাদেশির তালিকায়।
বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে এক বছরে এক হাজারের বেশি রান করেছেন একজনই। ২০০৬ সালে শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে এসেছিল ১০৩৩ রান। ২৮ ম্যাচে তিনটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরিতে হাজার রান স্পর্শ করেন তিনি। এরপর কেটেছে ১৭ বছর। দীর্ঘ এই সময়ে কোনো বাংলাদেশি ব্যাটার ওয়ানডেতে এক বছরে হাজার রানের ঘরে প্রবেশ করতে পারেননি।
এ বছর শান্ত গিয়েছেন খুব কাছাকাছি। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে আজ শনিবার (২৩ ডিসেম্বর) প্রথম জয় পায় বাংলাদেশ। ম্যাচে ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন অধিনায়ক শান্ত। এ বছর বাংলাদেশের শেষ ওয়ানডে ছিল এটি। শান্তকেও তাই থামতে হয়েছে হাজার থেকে আট রান দূরে। চলতি বছর ২৭ ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে ৯৯২ রান। এক বছরে যেটি বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87/
চলতি বছর দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে শান্ত অর্ধশতক করেছেন আটটি। আছে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দুটি সেঞ্চুরি। রানের হিসাবে শাহরিয়ার নাফিসকে পেছনে ফেলতে না পারলেও গড়ের দিক দিয়ে ঠিকই এগিয়ে গেছেন শান্ত। ২০০৬ সালে শাহরিয়ার নাফিস ১০৩৩ রান করেছিলেন ৪১.৩২ গড়ে। চলতি বছর ২৭ ম্যাচে ৯৯২ রান করা শান্তর গড় ৪১.৩৩।