চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দীর্ঘদিন ধরেই পর্দায় অনুপস্থিত। কিছুদিন আগেই একটি সিনেমায় কাজের কথা জানালেও, সেটির তেমন কোনো অগ্রগতি নেই। সম্প্রতি গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে সেখানে একটি অনুষ্ঠানে অংশ নেন। পুরস্কৃতও হয়েছেন।
টানা ১২ দিনের সফর শেষে দেশে ফিরেছেন এ অভিনেত্রী। ফিরেই ফের ব্যস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারের কাজে। অভিনয়ের পাশাপাশি এ অভিনেত্রী করপোরেট দুনিয়ায় বেশ সরব। একসঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত তিনি। তাই এদিকেই বেশি সময় ব্যয় করতে হচ্ছে তাকে।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, এখন সিনেমার কাজ কম। তাই অন্যদিকেই একটু বেশি ফোকাস দিচ্ছি। অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে শুভেচ্ছাদূত হিসাবে কাজ করছি। সেগুলোর বিভিন্ন বিজ্ঞাপনের শুটিং করছি।