বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে যে ধরনের কন্টেন্ট দেখানো হয় সেগুলো সবার সাথে বসে দেখার মতো নয়। অশ্লীল ও খোলামেলা দৃশ্যে ভরপুর থাকে। তাই এবার ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছেন। অশ্লীলতার অভিযোগে ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে ।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ, ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্লক করা হয়েছে। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন অনুসারে গত ১২ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
দেশটির ইউনিয়ন মিনিস্টার অনুরাগ ঠাকুর বলেন, ‘আমরা একাধিকবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। কিন্তু তারা তা মানেনি। অশ্লীল কনটেন্টের জন্য আমরা ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছি।’
ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এসব প্ল্যাটফর্মে যেসব কনটেন্ট পাওয়া গেছে, সেসবের অধিকাংশ অশ্লীল এবং নারীদের অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন— এসব কনটেন্টে ছাত্রী-শিক্ষকের মাঝে সম্পর্ক দেখানো হচ্ছে।
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপল অ্যাপ স্টোরকে (Apple App Store) তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে এই অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যে সব অ্যাপগুলিকে সরানো হয়েছে, তা আর আপনি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাবেন না।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এর আগে কিছু OTT প্ল্যাটফর্মকে সতর্কতা দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও সেই সব অ্যাপে অশ্লীল ভিডিও দেখানো হত। আর কিছু অ্যাপে ওই ধরনের ভিডিও দেখানো বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও এমন 18টি অ্যাপকে খুঁজে পাওয়া গিয়েছে। এই ধরনের বিষয়বস্তু ভারতীয় আইটি আইন 2000 লঙ্ঘন করে, যার নির্দিষ্ট ধারা রয়েছে।