গেল বছরের শেষ দিকে রাজনীতিতে যোগ দিয়ে সাড়া ফেলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার আম্বাতি রায়ডু। তবে রাজনীতির ময়দানে পা রাখার ৮ দিন পরই সুর পাল্টেছেন এই ক্রিকেট। সপ্তাহ কাটতেই রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় এই ক্রিকেটার।
অবশ্য এর পেছনের কারণও খোলাসা করেছেন রায়ডু। ক্রিকেটকে বাড়তি সময় দিতেই সিদ্ধান্তে বদল এনেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে তিনি লেখেন, আগামী ২০ তারিখ থেকে দুবাইয়ে টি-টোয়েন্টি লিগ শুরু। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করব। আর পেশাদার খেলা চালাতে গেলে রাজনীতিতে সময় দেওয়া সম্ভব হবে না।
গত ২৮ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআরসিপিতে নাম লেখান তিনি। দলীয় উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। সেখানে উপমুখ্যমন্ত্রী নারায়ণ স্বামীও উপস্থিত ছিলেন।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/
রায়ডুর ভাষ্য, আমি সবাইকে জানাচ্ছি যে আমি ওয়াইএসআরসিপি পার্টি ছেড়ে দিয়েছি এবং কিছু সময়ের জন্য রাজনীতি থেকে সরে গেলাম। সময় হলে আমার পরবর্তী পদক্ষেপ আমি জানিয়ে দেব।