সম্প্রতি ভিভো তাদের Vivo Y100 5G ফোনটি লঞ্চ করেছে। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে নতুন Vivo Y100i পেশ করা হবে। কোম্পানি এই ফোনের নতুন টিজার পেশ করেছে। এর ফলে এই ফোনের ডিজাইন, দাম সহ স্টোরেজ অপশন সম্পর্কে জানা গেছে।
জানিয়ে রাখি এই ফোনটি 12GB RAM ও 512GB স্টোরেজ সহ 20,000 টাকা রেঞ্জে মিড বাজেট সেগমেন্টে ফোনটি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে। আরও পড়ুন: গীকবেঞ্চে লিস্টেড Samsung Galaxy A15 5G, শীঘ্রই হতে পারে লঞ্চ
Vivo Y100i এর লঞ্চ ডেট এবং দাম (চীন) : নতুন Vivo Y100i ফোনটি আগামী 28 নভেম্বর চীনে লঞ্চ করা হবে। টিজার ইমেজে দেখা যাচ্ছে এই ফোনটিতে 12GB RAM + 512GB স্টোরেজ থাকবে। এই ফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ মডেল 1,599 ইউয়ান অর্থাৎ প্রায় 18,300 টাকা দামে সেল করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া পোস্টারে আরও বলা হয়েছে Y100i ফোনটি ব্লু এবং পিঙ্ক কালারে পেশ করা হবে।
স্পেসিফিকেশন : ডিসপ্লে: Vivo Y100i ফোনটিতে 6.64 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন ফুল এইচডি+ 2388 × 1080 পিক্সেল রেজলিউশন, 90 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 1500:1 কন্ট্রাস্ট রেশিও এবং 100 শতাংশ ডিসিআই পি3 কালার গামুট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। প্রসেসর: কোম্পানি এই ফোনে মালী G57 GPU সহ মিডিয়াটেক Dimensity 6020 চিপসেট যোগ করতে পারে। স্টোরেজ: এই ফোনে 12GB RAM + 512GB স্টোরেজ থাকবে বলে কনফার্ম জানানো হয়েছে।
https://bangla-bnb.saturnwp.link/teeth-pain-komabe/
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে ডিজাইন থেকে জানা গেছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ব্যাটারি: Vivo Y100i ফোনটিতে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। ওএস: Vivo Y100i ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3 তে কাজ করতে পারে।