গত বছরের সেপ্টেম্বরে বিশ্বজুড়ে মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবং বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। আরও ছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি, অভিনেত্রী প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার এবং বাঙালি অভিনেত্রী সঞ্জিতা ভট্টাচার্য।
বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলা এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় ডেবিউ হয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সঞ্জিতার। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘ফিলস লাইক ইশক’ ও ‘দ্য ব্রোকেন নিউজ’-এর কিছু ছোট ছোট চরিত্রে কাজ করেছেন। আর জন্মসূত্রে বাঙালি তিনি। বাড়িতে সবার সঙ্গে বাংলাতেই কথা বলেন।
বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ইন্ডাস্ট্রিতে ডেবিউয়ের পর টালিউডের একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন সঞ্জিতা। শ্রীমন্ত সেনগুপ্তর নতুন সিনেমায় দেখা যাবে তাকে। তবে যার মাধ্যমে অভিষেক হলো, তাকে নিয়ে কী ভাবনা―সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেত্রী।
সঞ্জিতা জানান, দুর্ভাগ্যবশত দীপিকা পাড়ুকোনের সঙ্গে কোনো দৃশ্য না থাকায় সেটে দেখা হয়নি তাদের। তবে শাহরুখ খান সবসময় তাদের সঙ্গেই ছিলেন। সিনেমায় সঞ্জিতার অল্প কিছু সময়ের দৃশ্য থাকলেও তারা সবাই বসে অপেক্ষা করতেন এ জন্য যে, শাহরুখ খান গিয়ে তাদের সঙ্গে বসবেন ও কথা বলবেন।
এ বাঙালি অভিনেত্রী বলেন, শাহরুখ খান ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দবোধ করতেন। কেননা, পরবর্তী দৃশ্যের ব্যাপারে যদি বিরক্তি অনুভব করি। আর এটি আমার প্রথম সিনেমা ছিল, যা তিনি ভালো করেই জানতেন। তিনি সবসময় আমাদের সঙ্গেই ছিলেন। এটা সত্য যে, আপনার সামনে যদি এমন কোনো বড় ও আইকনিক তারকা থাকে, তাহলে সবসময় তার কাছে প্রশ্ন থাকবে। তবে তিনি প্রশ্নের উত্তর দিতেন এবং আমাদের সবাইকে প্রশ্রয়ও দিতেন।
আলাপকালে এ অভিনেত্রী আরও বলেন, শাহরুখ খানের সঙ্গে আমার অবিস্মরণীয় একটি স্মৃতি হচ্ছে তার সঙ্গে ডিনার করা। তাকে ম্যানেজার পূজা দাদলানি যখন জানান আমি একজন সংগীতশিল্পী, পরদিন সেটে সবাই একসঙ্গে ডিনারের সময় তিনি একটি গিটার ও মাইক নিয়ে এসেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, আমি শুনেছি তুমি একজন সংগীতশিল্পী। আমাদের সবার জন্য গান করবে? তারপর আমি তাদের সবার জন্য গান করেছি। আর তারা সবাই প্রশংসা করেছিল আমার।