শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলার কথা ছিল না সাকিব আল হাসানের। তবে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে দেখা যাবে তারকা এই ক্রিকেটারকে।
বাংলাদেশ দলে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার যুক্ত হওয়া নিয়ে আজ জানতে চাওয়া হয়েছিল লঙ্কান অধিনায়কের কাছে। জবাবে সংবাদ সম্মেলনে ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, ‘আসলে এটা নিয়ে ম্যাচের পর কথা বলতে পারব। ম্যাচের আগে বলতে পারছি না।’
সাকিব ফেরায় টাইগারদের স্পিন বিভাগ নিশ্চিতভাবেই আরও শক্তিশালী হয়েছে। এতে টাইগাররা বেশি সুবিধা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে ধনাঞ্জয়া বলেন, ‘আসলে আগেই বলেছি আমি এটা নিয়ে ম্যাচের আগে কিছু বলতে পারছি না। ম্যাচের পরে বলব।’
এদিকে শ্রীলঙ্কা দলের টপ অর্ডার গত ম্যাচে ব্যর্থ ছিল। এ নিয়ে ধনাঞ্জয়া বলেন, ‘আসলে সবাই প্রতিদিন রান করবে না। আমার মনে হয় যদি টপ অর্ডার ভালো করতে পারে তাহলে আমার এই ম্যাচে ব্যাট করতে হবে না। তারা কেবল এক ম্যাচেই তো খারাপ করল। আগের ম্যাচগুলোয় তো ভালোই করেছে। আমার তাদের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা এই ম্যাচে ভালো করবে বলেই আমার বিশ্বাস।’