দুদিন আগেই হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের নিলাম। যেখানে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। আবার কেউ কেউ দর কষাকষিতে পিছিয়ে পড়ে, যে কারণে কাঙ্ক্ষিত ক্রিকেটারকে দলে নেওয়া যায়নি। তবে সেসব আক্ষেপ ফেলে সবারই মনোযোগ এখন জনপ্রিয় এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করা নিয়ে। এরই মাঝে কেউ ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজের হৃদয় ভেঙেছেন। কথাটা আক্ষরিক হলেও, তেমনটাই বোঝা গেছে তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমে।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিরাজ একটি স্টোরি দিয়েছেন। যেখানে ‘হৃদয়ভাঙা’র পাঁচটি ইমোজি দিয়েছেন শুধু, আর কিছু লিখেননি ২৯ বছর বয়সী এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার। ভারত জাতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষ ওয়ানডে সিরিজ খেলছে, যেখানে সিরাজকে রাখা হয়েছে বিশ্রামে। রোহিত-কোহলি কিংবা বুমরাহদের মতো সিনিয়র ক্রিকেটাররাও সেখানে নেই। অবশ্য পরবর্তীতে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের দলে যোগ দেবেন সিরাজ।
তবে হঠাৎ করে কি এমন হলো ভারতীয় পেসারের? তার স্টোরি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী গুঞ্জন উঠেছে। যেখানে বেঙ্গালুরুতে কোনো অসন্তোষ শুরু হয়েছে কি না সেটাই অধিকাংশ সমর্থকের প্রশ্ন। সিরাজকে আগে থেকেই ধরে রেখেছে আইপিএলের দল বেঙ্গালুরু। সে কারণে সাম্প্রতিক নিলামে ছিল না তার নাম। নতুন নিলামে তিনজন বিদেশি ও অনভিষিক্ত তিন ভারতীয় ক্রিকেটারকে কোহলি-সিরাজদের বেঙ্গালুরু দলে ভিড়িয়েছে।
নিলামে অনেকটা অনাকাঙ্ক্ষিত দামেই ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফকে দলে নেয় বেঙ্গালুরু। তার মূল্য উঠেছে সাড়ে ১১ কোটি রুপি। এছাড়া ইংল্যান্ডের টম কারান ও নিউজিল্যান্ডের লকি ফার্গুসনকেও দলে নিয়েছে ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন দলটি। তবে এবারের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দাম ওঠা অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও তারা নিতে চেয়েছিল। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে তারা দরদামে হেরে যায়। কামিন্স শেষ পর্যন্ত বিক্রি হন সাড়ে ২০ কোটি রুপি দামে।
নিলামের আগে বেঙ্গালুরু স্কোয়াড : ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি, অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, উইল জ্যাকস, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরর, কার্ন শর্মা, মনোজ ব্যান্ডেজ, আকাশ দিপ, মোহাম্মদ সিরাজ, রিচ টপলি, হিমানশু শর্মা, রাজন কুমার, ভিশাক বিজয় কুমার।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%87/
তার আগে বেঙ্গালুরু ছেড়ে দেয়— ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, জশ হ্যাজলউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েন ফার্নেল, সনু যাদব, অভিনাশ সিংহ, সিদ্ধার্থ কৌল ও কেদার যাদবকে। এছাড়া মায়াঙ্ক ডাগার ও ক্যামেরন গ্রিনকে মুম্বাই থেকে তারা ধারে (ট্রেড) দলে নেয়। এই দুজনকে এবারের আসরে বেঙ্গালুরুর স্কোয়াডে দেখা যাবে।