ঢালিউড কিং শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন মার্কিন মডেল-অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছিলেন এই অভিনেত্রী।
প্রথমবারের মতো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ‘রাজকুমার’ শিরোনামে এ ছবিটির শুটিং শেষে আবারও ফিরে যান যুক্তরাষ্ট্রে।
সিনেমাটির জন্য কয়েক মাসের প্রস্তুতিতে বাংলা ভাষা শিখেছেন কোর্টনি। এরপর অংশ নেন শুটিংয়ে। এক ভিডিও বার্তায় অভিনেত্রী ‘রাজকুমার’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি কিছুই জানতাম না। শাকিব খানের জন্মদিনে আমি এবং হিমেল (হিমেল আশরাফ) অংশ নিই। সেদিন সিনেমার কিছু অংশ সম্পর্কে জানি এবং সেটা আমার আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। এমনিকি শাকিব এত বড় স্টার এটাও জানতাম না। পরে সেটা বুঝতে পারি এবং তখন মনে হয়েছে যে তার সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে। এখনও আমার আমেরিকান বন্ধুরা বিশ্বাস করতে পারছে না যে আমি সিনেমাটি করছি।’
‘শুটিংয়ের অভিজ্ঞতায় সেরা হয়ে থাকবে শাকিব খানের সঙ্গে বিয়ের ঘটনা। ছবিতে শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। এটা সত্যি দারুণ। ছবিতে আমার চরিত্রটা নেগেটিভ। সে ( কোর্টনি কফি) বাংলাদেশে শাকিব খানকে বিয়ে করতে আসে এবং তাকে আমেরিকা নিয়ে যেতে চায়। এর বেশি কিছু জানাতে চাই না, বাকিটা সারপ্রাইজ থাকুক।
এর বাইরে সাঁতার কাটা নিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমি সাঁতার কাটতে খুব পছন্দ করি। আমরা সুইমিংপুলে সাঁতার কেটে অভ্যস্ত কিন্তু এখানে এসে পুকুরে সাঁতার কেটেছি যেটা খুবই ভালো লেগেছে।’—‘রাজকুমার’এ কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে এমন কথা বলেন কোর্টনি।
আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঢাকায় কয়েক দিন শুটের পর এখন ছবিটির শুটিং চলছে পাবনায়। নতুন বছরের শুরুতে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে এরপর ২০২৪ সালের ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।
বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। সেখানে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই নতুন জুটি। শাকিব খান তার ফেসবুকে একটি ছবিও পোস্ট করেছেন। এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘ভালোবাসা নিয়ে ‘রাজকুমার’ আসছে।’’
রাজকুমার সিনেমা পরিচালনা করবেন হিমেল আশরাফ। এ ছবির বিষয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তারা ফ্রেমবন্দি হয়েছে।’
ঢাকায় শুরু হবে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ জানান, ঢাকা, পাবনা এবং আমেরিকাতে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে।
কোর্টনি কফির এটি প্রথম বাংলা সিনেমা। মার্কিন নাগরিক হওয়ায় বাংলা ভাষা জানতেন না এই অভিনেত্রী। কিন্তু সিনেমাটির জন্য বাংলা ভাষা শিখছেন তিনি।
পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘কয়েক মাস ধরে বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন কোর্টনি। গত মাসে নিউ ইয়র্কে গিয়েছিলাম। কোর্টনির সঙ্গে দেখা হয়, আড্ডা হয়। তখন দেখি, তার অনেক ডেভেলপ হয়েছে। একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা ছাড়া অনলাইন টিউটরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্যও নিয়েছেন; নিয়মিত বাংলা সিনেমাও দেখছেন।’
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8/
মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের হিকসভিলে জন্মগ্রহণ করেন কোর্টনি, বেড়ে উঠেছেন সেখানে। পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার কোর্টনি নিউ ইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বেশ কটি স্বল্পদৈর্ঘ্য ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন কোর্টনি।