নতুন বাইক লঞ্চ করল হন্ডা। আয়তনে ছোট হলেও দুরন্ত পারফরম্যান্স। বাইকে রয়েছে ১২৫ সিসি ইঞ্জিন। শহরের মধ্যে নিত্য যাতায়াতের জন্য দুরন্ত বিকল্প। বাইকের লুক-স্টাইল অনেকটা রোডস্টার বাইকের মতো। হন্ডার এই মিনি বাইকের নাম গ্রুম। যাকে ঘিরে আন্তর্জাতিক বাজারে দারুণ উন্মাদনা। আসুন বাইকের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক।
সদ্য আন্তর্জাতিক বাজারে নতুন মিনি বাইক লঞ্চ করল হন্ডা। জাপানে ইতিমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে হন্ডা গ্রুম। আয়তনের সাধারণ মোটরসাইকেলের থেকে কম হলেও, বেশ কম্প্যাক্ট লুক ও স্টাইল এবং দুর্দান্ত জ্বালানি দক্ষ ইঞ্জিন পাওয়া যাবে বলে জানিয়েছে হন্ডা।
ওজনে হালকা এবং আয়তনে বেশ ছোট হন্ডা গ্রুম। মিনি বাইকের দুনিয়ায় সাড়া ফেলে দেওয়া টু হুইলার হন্ডা গ্রুম। এতে রয়েছে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ১০ হর্সপাওয়ার এবং ১১.১ এনএম টর্ক উত্পন্ন করতে পারে।
আপনাদের জানিয়ে রাখি, এটি কোনও নতুন বাইক নয়, জাপানে বহুদিন ধরেই বিক্রি হচ্ছে এই মিনি বাইক। এদিন এটির আপডেটেড ভার্সন লঞ্চ করেছে সংস্থা। কিউট দেখতে বাইকের বৈশিষ্ট্য শুনলে চমকে যাবেন আপনিও। হন্ডার দাবি অনুযায়ী, এতে ৬৩.৫ কিমি প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে। ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চালালেও একই মাইলেজও পাওয়া যাবে বলে দাবি হন্ডার।
ভারতে হন্ডা যে কমিউটার মোটরসাইকেলগুলো বিক্রি করে তাতে এমন মাইলেজ পাওয়া যায়। যদিও হন্ডা গ্রুম ভারতে লঞ্চ হবে কিনা তা এখনও নিশ্চিত জানায়নি সংস্থা। হন্ডা গ্রুমে অ্যালয় হুইল থাকলেও প্রচলিত মোটরসাইকেলের তুলনায় আয়তনে ছোট।
এটি মিলবে দুটি রঙে – পার্ল হরাইজন হোয়াইট এবং ম্যাট গানপাউডার ব্ল্যাক। উঁচু-নিচু রাস্তায় ভারসাম্যের জন্য রয়েছে আপ সাইড ডাউন ও মনোশক সাসপেনশন। ফিচার্সের ক্ষেত্রে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যাবে বাইকে।
ভারতে যদি এই মিনি বাইক লঞ্চ হয় তাহলে দারুণ চমক ফেলতে পারে বাজারে। আর্বান রাইডিংয়ের ক্ষেত্রে বহু মানুষের কাছে ভরসাযোগ্য হয়ে উঠতে পারে এই বাইক। এই মুহূর্তে ভারতে হন্ডার সবথেকে সস্তা মোটরসাইকেল সাইন ১০০, যার দাম ৬৫ হাজার টাকা (এক্স-শোরুম)।
এটিও নিত্য যাতায়াতের জন্য দুরন্ত বিকল্প, ২০২৩ সালে বাইকটি লঞ্চ করে সংস্থা। অল্প দিনেই বহু মানুষের ভরসার পাত্র হয়ে উঠেছে। যদিও তরুণ প্রজন্মের কাছে এখন সাদামাটা বাইকের তুলনায় এই ধরনের আকর্ষণীয় ডিজাইন ও স্পোর্টস বাইক লুকের টু হুইলারের গ্রহণযোগ্যতা বাড়ছে।
ওয়েব সিরিজে বোল্ড দৃশ্যে অভিনয় করে তাক লাগালেন যে অভিনেত্রী
আর সেই ক্ষেত্রে দারুণ বাইক হন্ডা গ্রুম। ১২৫ সিসি ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ার। ৬ লিটার ফুয়েল ক্যাপাসিটি মিলবে এই বাইকে। সিটের উচ্চতা রয়েছে ৭৬১ মিলিমিটার এবং ওজন মাত্র ১০২ কেজি।