আগের ম্যাচে মেইঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছিলেন হ্যারি কেন। জার্মান বুন্দেস লিগার ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে অভিষেক মৌসুমে চার-চারটি হ্যাটট্রিকের নতুন রেকর্ড গড়েছিলেন।
শনিবার দিবাগত রাতে এসভি ডার্মস্ট্যাড৯৮ এর বিপক্ষে গোল করে ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন তিনি। বায়ার্ন মিউনিখের ৫-২ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) গোলের দেখা পান ইংলিশ স্ট্রাইকার। এটা ছিল চলতি মৌসুমে লিগে তার ৩১তম গোল। এর মধ্য দিয়ে বুন্দেস লিগার ইতিহাসে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। ভেঙে দেন ৬০ বছরের পুরনো রেকর্ড।
তার আগে হামবুর্গের কিংবদন্তি উয়ি সিলার ১৯৬৩-৬৪ সালে অভিষেক মৌসুমে ৩০ গোল করে রেকর্ড গড়েছিলেন।
৩১ গোলের মধ্য দিয়ে কেন নিজের ব্যক্তিগত সর্বোচ্চ গোলের মাইলফলকও স্পর্শ করেন। এর আগে এক মৌসুমে দুইবার তিনি ৩০টি করে গোল করেছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের হয়ে ২০১৭-১৮ ও ২০২২-২৩ মৌসুমে ৩০টি করে গোল করেছিলেন।
জার্মান বুন্দেস লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি দখলে আছে রবার্ত লেভানডোফস্কির। যিনি ২০২০-২১ মৌসুমে করেছিলেন রেকর্ড ৪১ গোল। সেটি ছুঁতে আর ১০ গোল প্রয়োজন কেনের। লিগে বাকি আছে আর ১০ ম্যাচ। অবশ্য এদিন ম্যাচের ৮২ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন হ্যারি কেন। এখান দেখার বিষয় সেটা কতোটা গুরুতর।
এসভি ডার্মস্ট্যাড৯৮‘র বিপক্ষে বায়ার্নের বড় জয়ে জোড়া গোল করেন জামাল মুসিয়ালা (৩৬ ও ৬৪ মি.)। কেন ছাড়াও একটি করে গোল করেন সার্জি জিনাব্রি (৭৪) ও মাথিয়াস টেল (৯০+৩)। এসভি ডার্মস্ট্যাড৯৮‘র টিম স্কার্কে (২৮ মি.) ও অস্কার উইলহেলমসন (৯০+৫) দুটি গোল শোধ দেন।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের সঙ্গে বায়ার্নের পয়েন্ট ব্যবধান কমে ৭ হয়েছে। ২৫ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে লেভারকুজেন আছে শীর্ষে। অন্যদিকে ২৬ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে বাভারিয়ানরা আছে দ্বিতীয় স্থানে।