কোম্পানির চাকরিতে মাস শেষে হাতেগোনা যে কয়েকটি টাকা উপার্জন হয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বেশিরভাগ মানুষ। বর্তমানে রাজ্য তথা গোটা দেশে সরকারি চাকরির যে বেহাল অবস্থা, তার কারোর অজানা নয়। শুধু তাই নয়, কোম্পানির চাকরিতে মাস শেষে হাতেগোনা যে কয়েকটি টাকা উপার্জন হয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বেশিরভাগ মানুষ।
বিষয়টি বুঝতে পেরে ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ যুবক স্বাবলম্বী হতে ব্যবসায় মনোনিবেশ করছে। শুধু তাই নয়, ব্যবসায় সফল হয়ে সুষ্ঠুভাবে জীবনযাপন করছেন তারা। তবে পুঁজি কম থাকায় অনেকেই ব্যবসা শুরু করতে পারছেন না। এমন পরিস্থিতিতে আজ আমরা আপনাদের জন্য কম পুঁজির তিনটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি। যা আপনাদের খুব সহজেই স্বাবলম্বী হতে সাহায্য করবে। চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক-
1. স্টেশনারির দোকান: বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত কিংবা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশে স্টেশনারির দোকানের ব্যবসা জমে উঠেছে। চাইলে খুব কম পুঁজি বিনিয়োগ করে আপনিও শুরু করতে পারেন খাতা, কলম, আঁকার সরঞ্জাম, কভার ফাইল ইত্যাদি বিক্রি করার ব্যবসা। সফলভাবে ব্যবসা শুরু করতে পারলে মাস শেষে 30-40 হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন আপনি।
2. মুদিখানার দোকান: আজকাল অল্প পরিসর জায়গা নিয়ে গড়ে উঠছে বিভিন্ন প্রকার বাজার। যেখান থেকে প্রতিনিয়তই সাংসারিক দ্রব্য কিনে থাকেন প্রত্যেকেই। চাইলে জনবসতি সম্পন্ন এলাকার রাস্তার ধারে একটি দোকান নির্মাণ করে কিংবা ভাড়ার দোকানে গড়ে তুলতে পারেন মুদিখানায় প্রাপ্ত দ্রব্য বিক্রির প্রতিষ্ঠান। বিভিন্ন সূত্রের খবর অনুসারে, মুদিখানার দোকান থেকে প্রতি মাসে 40 হাজার টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব।
3. সেলুনের ব্যবসা: ছোট হোক কিংবা বড়, যুবক হোক কিংবা বুড়, চুলকে পরিপাটি রাখতে প্রত্যেকেই বিভিন্ন প্রকার পন্থা অবলম্বন করে থাকেন। আর চুলের সৌন্দর্য বাড়াতে প্রতি মাসে অন্তত একবার সেলুনে যান প্রত্যেকেই। ভালো হাতের কাজ দেখাতে পারলে সেলুনের ব্যবসা করে আপনি প্রতি মাসে সর্বনিম্ন 50 হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।