অনেকেদিন ধরেই চারচাকা কেনার কথা ভাবছেন কি? কিন্তু কোন গাড়ি কিনবেন ভেবে পাচ্ছেন না। যে গাড়ি দুর্দান্ত গতিতে চলবে এবং দেখতেও যাতে নজরকাড়া হয় এমন গাড়ির খোঁজ করছেন কি? যদি এমন চারচাকা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজ আপনার জন্য এক দুর্দান্ত চারচাকা গাড়ির খবর নিয়ে চলে এসেছি।
এই চারচাকা গাড়ি দেখতেও ছোট এবং এর নজরকাড়া চেহারা ও দূষণমুক্ত হওয়ায় বাজারে এই গাড়ির চাহিদা বাড়ছে। এটি একটি ইলেকট্রিক গাড়ির। ইই চারচাকা গাড়িটির নাম হল Microlino EV গাড়িটি ছোট সাধারণ গাড়ির মতো দেখতে হলেও এই গাড়িটি নিয়ে কৌতূহল বেড়েই চলেছে। ইতিমধ্যেই গাড়িটি আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে। এই গাড়িটি এবার ফ্রান্সে পাওয়া যাবে। এই চারচাকা গাড়ির কি কি বিশেষত্ব রয়েছে দেখে নিন।
মাইক্রোলিনো একটি সুইস ডিজাইনের বৈদ্যুতিক গাড়ি। এই গাড়িটি অন্য চারচাকা গাড়ির তুলনায় দেখতে অনেক ছোট। এক নজরে এই গাড়িটি দেখে মনে হবে বাইকের ওপর কেউ গাড়ির আচ্ছাদন দিয়ে এটি তৈরি করেছে। এতটাই ছোটো যে এটি গাড়ি ও মোটরবাইকের মাঝখানেই রাখা যাবে। তবে এই ছোট গাড়ির মধ্যেই অনেক স্টোরেজ অপশন রয়েছে। এই ইলেকট্রিক গাড়িটিতে দু’জন বসার জায়গা রয়েছে।
এই গাড়িতে ২৩০ লিটারের বুটস্পেস রয়েছে। এই গাড়ির ওজন মাত্র ৫৩৫ কেজি।এই গাড়ি ঘণ্টায় ৯০ কিমি গতিতে চলতে পারে। এর বেস মডেলের রেঞ্জ ১১৫ কিলোমিটার। এক চার্জেই গাড়িটি প্রায় এক সপ্তাহ চলাচল করতে পারবে বলে কোম্পানি দাবি করেছে।
এই গাড়িটির দামও খুব বেশি নয়। প্রায় 17,900 পাউন্ড খরচ করলেই এই গাড়িটি কেনা যাবে। সাশ্রয়ী হওয়ায় চালকরা এই গাড়িটি (Microlino EV) বেছে নিচ্ছেন। মাইক্রোলিনো হল ইউরোপের একটি ক্লাস L7e যান।
যার অর্থ হল এটি টেকনিক্যালি একটি চার চাকার সাইকেল। যদিও এটি একটি কমপ্যাক্ট গাড়ির মতো ডিজাইন করা হয়েছে। এতে একটি ইউনিবডি চ্যাসি, ছোট ব্যাটারি ও নামমাত্র কার্বন ফুটপ্রিন্ট রয়েছে। এর ৯০ শতাংশ উপাদান ইউরোপে তৈরি করা হয়েছে।
এই কোয়াড্রিসাইকেল গাড়িটি প্রচলিত গাড়ির তুলনায় অনেকটা সহজেই চালানো যায়।ট্রাফিক আইনের বিধি নিষেধও অনেক কম। শুধু তা নয় ইউরোপে অনেক বেশি গতিতে এই গাড়ি চালানোর অনুমতি রয়েছে। তাই ইউরোপের বাজারে এই গাড়ি কেনার চাহিদা বাড়ছে।