চিংড়ি দিয়ে পোলাও কিংবা বিরিয়ানি রান্না করে খেয়েছেন নিশ্চয়ই? তেমনই একটি সুস্বাদু পদ হতে পারে চিংড়ি খিচুড়ি। ঝটপট সুস্বাদু কিছা রান্না করতে চাইলে বেছে নিতে পারেন এই পদ। বৃষ্টির দিনের দুপুরে, অতিথি আপ্যায়নে এমনকী শিশুর টিফিনেও রাখতে পারেন চিংড়ি খিচুড়ি। এর রান্নার প্রক্রিয়াও বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক চিংড়ি খিচুড়ি রান্নার রেসিপি-
তৈরি করতে যা লাগবে
চিংড়ি- আধা কেজি
পোলাওর চাল- ২ কাপ
মসুর ডাল- আধা কাপ
মুগ ডাল- ১ কাপ
তেল- পরিমাণমতো
ডিম- ১টি
আদা বাটা- ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ২ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ
লবণ- পরিমাণমতো
পানি- পরিমাণমতো।
সবাইকে সবসময় সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
যেভাবে তৈরি করবেন
চিংড়ি কেটে ধুয়ে নিতে হবে। এবার তাতে আদা বাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ ও ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে মেরিনেট করে নিন। চুলায় তেল দিয়ে তাতে মেরিনেট করা চিংড়িগুলো ভাজুন। আরেকটি পাত্রে তেল দিয়ে ডাল চাল মিশিয়ে ভেজে তাতে পরিমাণ মতো পানি দিন। এরপর লবণ ও বেরেস্তা ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন। আধা সেদ্ধ হয়ে এলে তাতে ভাজা চিংড়িগুলো ছেড়ে দমে ঢেকে রাখুন। দু-তিনটি মরিচ ফালি ছেড়ে দিন। চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। এরপর নামিয়ে পরিবেশন করুন।